১। বেকার যুবদের প্রশিক্ষণঃ
আত্নকর্মসংস্থানে আগ্রহী শিক্ষিত, অল্প শিক্ষিত ১৮ থেকে ৩৫ বৎসর বয়সের বেকার যুবরা প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্ রউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন।
ক)আবেদনপত্র গ্রহন।
খ) যাচাইবাছাই করে প্রশিক্ষনাথী নির্বাচন।
গ) প্রাতিষ্ঠাটানিক প্রশিক্ষনের ক্ষেত্রে জেলা বা প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ।
ঘ) অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে তালিকা অনুমোদনের জন্য জেলায় প্রেরণ।
ঙ) অনুমোদনের পর প্রশিক্ষণ প্রদান এবংসনদপত্র বিতরণ।
২। যুবঋণকার্যক্রমঃ
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সনদপত্রধারী প্রকল্পগ্রহনকারীদেরকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের ক্ষেত্রে ২০০০০/-থেকে ৪০০০০/- টাকা এবং প্রতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে ৪০০০০/- থেকে ৭৫০০০/-টাকা নীতিমালা অনসারে ঋণ প্রদান করা হয়।
ক) আবেদন গ্রহণ।
খ) সরেজমিনে যাচাই-বাছাই।
গ) মনোনিত আবেদন প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে অনুমোদনের জন্য জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে প্রেরণ।
ঘ) অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে উপজেলা যুবঋণ অনুমোদন কমিটির সভায় উপস্থাপন।
ঙ) অনুমোদিত ঋণ নীতিমালা অনুসারে চেকের মাধ্যমে বিতরণ।
৩। যুব সংগঠন তালিকাভূক্তিকরণঃ
সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমবায় অধিদপ্তর কতৃক নিবন্ধনকৃত যুব সংগঠন নীতিমালাঅনুযায়ীতালিকাভূক্ত করা হয়।
ক) নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ।
খ) আবেদনপত্র নীতিমালার আলোকে সরেজমিন যাচাইকরণ।
গ) নির্বাচিত সংগঠনের আবেদন, তালিকাভূক্তির সুপারিশসহ উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ।
ঘ) জেলা কার্যালয়ের রেজিষ্টারেতালিকাভূক্তিকরণ।
ঙ) উপপরিচালক কর্তৃক স্বাক্ষরিত তালিকভূক্তির সনদপত্র প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস