Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

 

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ

নাম ও সার-সংক্ষেপ

(ক) যুব উন্নয়ন অধিদপ্তরধীন যুব উন্নযন অধিদপ্তর যুব সংগঠনের মধ্যে কর্মসূচী ভিত্তিক নেটওয়ারকিং জোরদার করন শীষক কারিগরি সহয়তা প্রকল্প।

যুব সংগঠনের মধ্যে নেটওয়ার্ক জোরদার করার জন্য কম্পিউটার, ইন্টারনেট সহ সমাজ সচেতনতা ও লীডারশীপ প্রশিক্ষনপ্রদান।

যুবকার্যক্রমঃ

(১) যুব প্রশিক্ষণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

                

১৮-৩৫ বৎসরের যুব ও যুব মহিলাদেরকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরকে উদ্বুদ্ধকরন, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণিত করার লক্ষেযুব উন্নয়ন অধিদপ্তর হতে বেকার যুবদের আত্নকর্মসংস্থানের জন্য নিমণলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণপ্রদান করা হয়ে থাকে।

 

(ক)প্রাতিষ্ঠানিক ট্রেডঃ

কম্পিউটার বেসিক কোর্স (৬মাস মেয়াদী অনাবাসিক), গ্রাফিক ডিজাইনার কোর্স (৬ মাস মেয়াদী অনাবাসিক), ইলেকট্রিক্যোল এন্ড হাউস ওয়্যারিং কোর্স (৬ মাস মেয়াদী অনাবাসিক), রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্স (৬মাস মেয়াদী অনাবাসিক),ইলেকট্রনিক্র কোর্স (৬ মাস মেয়াদী অনাবাসিক), গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (২ মাস ১৫ দিন মেয়াদী আবাসিক), দপ্তর বিজ্ঞান কোর্স (১ বছর মেয়াদী অনাবাসিক), স্টেনোটাইপিং ও কম্পিউটার এপ্লিকেশন (৬ মাস মেয়াদী অনাবাসিক), পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্স (৪ মাস মেয়াদী অনাবাসিক), উলনিটিং প্রশিক্ষণ কোর্স (৪ মাস মেয়াদী অনাবাসিক, ব্লক প্রিন্টিং কোর্স (৩ মাস মেয়াদী অনাবাসিক), বাটিক প্রিন্টিং কোর্স (৩ মাস মেয়াদী অনাবাসিক), মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্স (১ মাস মেয়াদী অনাবাসিক)।

(খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডঃ

প্রাণী সম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক), মৎস্য সম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক), কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (১৫ দিন ও ৭ দিন মেয়াদী অনাবাসিক), সেলাই, মাসরুম, নার্সারী স্থাপন প্রশিক্ষণ।  

(২) যুব ঋণঃ

প্রশিক্ষিত যুব/যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের জন্য গরু, ছাগল,হাঁস-মুরগী, মৎস্য চাষ, মৎস্য হ্যাচারী, চিংড়ি চাষ।

গরু মোটা তাজা করন। ( মাংশ উৎপাদন বৃদ্ধি)

মুরগীর খামার (ব্রয়লার) মাংস উৎপাদন বৃদ্দি।

মুরগীর খামর  লেয়ার) ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি।

গাভী পালন ( দুধ উৎপাদন বৃদ্ধি।

কমপিউটার প্রশিক্ষন ( দারিদ্র বিমোচন) ।

ড্রেস মেকিং, উল নেটিং, বক্ল ভাটিক।

মাশরুম চাষ। নার্সারী ও বৃক্ষ রোপনসহ ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ শেষে প্রাতিষ্ঠানিকট্রেডের ক্ষেত্রে ১০,০০০/- হতে ৫০,০০০/- টাকা পর্যন্ত একক ঋণ প্রদান করা হয়।

অপ্রাতিষ্ঠানিকট্রেডের ক্ষেত্রে ৫০০০/- হতে ২৫০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া সংগঠন ভিত্তিক ১,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

(৩) উপকরণ ঋণঃ

প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদেরকে গভাদি পশু, হাঁস-মুরগী পালন, ছাগল পালন সহ প্রাণী সম্পদ লালন পালনের মাধ্যমে স্বাবলম্বি হওয়ার জন্য উপকরণ ঋণ প্রদান করা হয়।

(৪) ওয়ার্কিং ক্যাপিটাল

যুব সংগঠনের আয় বৃদ্ধির লক্ষ্যে সংগঠনগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করা হয়।